ভুলতে চায় - প্রসেনজিৎ দত্ত
দীর্ঘ অমানিশার শেষে দীপ্তি আসে,
গভীর ক্ষতে ঝরুক সঞ্জীবনী সুধা।
উৎসব আসন্ন নবরূপে নবকলেবরে,
সাচ্ছে মৃন্ময়ী; সাজছে ঘরের উমা।
পথের প্রান্তে দাঁড়িয়ে আছে,
ক্ষুধাতুর কোনো জীবন্ত লাশ।
পাঁচদিনে পেট ভরে খাবে,
ভিক্ষার ঝুলিতে পাবে বাঁচার আশ্বাস।
মায়ের ইচ্ছায় হাসি ফোটে মুখে,
ভাঙা ঘরে জ্বলে মাটির প্রদীপ।
পাহাড়প্রমাণ কষ্ট বুকে চেপে,
ভুলতে চায় ওরা রঙচটা অতীত।
Bio :
প্রসেনজিৎ দত্ত
শৈশব থেকেই সাহিত্য ও সাংস্কৃতিক আঙিনায় বিচরণ। আজ পর্যন্ত বিভিন্ন পত্র-পত্রিকায় কবিতা,ছোটো গল্প, নাটক, প্রহসন প্রকাশিত হয়েছে। সাহিত্য চর্চা ছাড়াও অঙ্কন, ক্যুইজ, চলচ্চিত্র পরিচালনা, মার্শাল আর্ট এর দিকে সমান আগ্রহী।