তুমি আসবে বলে - নিখিলেশ চক্রবর্তী
নদী’পথ দিয়ে তুমিই আসবে বলে —
কাশফুলগুলো সময়ে এখনো ফোটে ;
শুভ্র মেঘেরা নিলীমায় ডানা মেলে
স্থলপদ্মের স্মিতি বাগিচায় জোটে ।
তোমাকে আশ্বিন স্বাগত জানাবে বলে —
ভোরের শিশির গায়েতে মুক্তো মাখা ;
ধানের শীষেরা সোনা রঙে ভেসে গেলে
অরুণ আলোয় বাঁধায় সোনার শাঁখা ।
তুমি বাংলার দুয়ারে আসবে বলে —
প্রতি দুয়ারেই গিরিমাটি – আলপনা ;
অপরাজিতারা তোমাতে জড়াবে বলে
শিউলিতলায় খুশীদের আনাগোনা ।
মঙ্গলঘটে তুমি মা আসবে বলে —
পবিত্র – নীরে নবপত্রিকা স্নান ;
ধূপ , ধূনা আর প্রদীপ শিখায় জ্বেলে
স্তোত্রে- মন্ত্রে ভরেছে দেবস্থান ।
কবি পরিচয়:
জন্ম: 28/11/1972; ছেলেবেলা কেটেছে বাঁকুড়া জেলার আমবাড়ী গ্রামে ।শৈশবে মাতৃহারা ।রামানন্দ কলেজ , বিষ্ণুপুর থেকে স্নাতক । হাওড়া জেলার জগৎবল্লভপুর পি টি টি আই থেকে শিক্ষাবিভাগে ডিগ্রী লাভের পর বর্তমানে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীনে কর্মরত ।ছবি আঁকা , ছড়া লেখা , কবিতা ও গল্প লেখা নিয়ে দিন কাটে । ভারত ও বাংলাদেশের পত্রপত্রিকায় নিয়মিত লেখা প্রকাশ হয়। এছাড়াও ইংরেজী ভাষায় লেখা কবিতা পৃথিবীর বিভিন্ন দেশে মুদ্রিত। অনেক আন্তর্জাতিক পুরস্কার ও সম্মান আছে ।রাশিয়া , সিরিয়া, আমেরিকা , অস্ট্রেলিয়ার বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখা মুদ্রিত হয় । বর্তমানে ” স্পর্শ ” সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত । ছন্দোময়তা লেখার বৈশিষ্ট্য। প্রকৃতি প্রেম অনাবিল । ভ্রমন পিপাসু । কবিতা রন্ধ্রে রন্ধ্রে । বর্তমানে বিষ্ণুপুর শহরের বাসিন্দা ।